জীবনটা যে রঙিন ফুল
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২৭-০৪-২০২৪

জীবনটা যে রঙিন ফুল সাইয়িদ রফিকুল হক জীবনটা যে রঙিন ফুল, পাপড়িভরা অনেক ভুল। ভুলের খাতা ছিঁড়তে হবে, মানুষ হতে পারবে তবে। একটা জীবন—ছোট্টজীবন, থাকবে কেন ভুলের বসন? ভুল করেছে ভুক্তভোগী, ভুল করে না মহাযোগী। সাধুর বেশটা ধরতে হলে, ভুল কোরো না বাহুবলে। বিবেক তোমার জাগাও এবার, মানুষ তুমি হবেই হবে আবার। জীবনটা যে রঙিন ফুল, আর কোরো না কোনো ভুল। সাইয়িদ রফিকুল হক মিরপুর, ঢাকা, বাংলাদেশ। ০৪/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।